বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে পৃথক অভিযানে ৩ মাদককারবারি গ্রেপ্তার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে পৃথক অভিযানে ৩ মাদককারবারি গ্রেপ্তার 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক অভিযানে ৩ মাদক কারবারি ও মাদক সেবনকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার মহল বাড়ি এলাকার মো. রাশেদের ছেলে সাগর, বাজেবাক্সা এলাকার মৃত রণজিৎ কুমারের ছেলে শান্ত কুমার ও নেকমরদ ভবানন্দপুর এলাকার আতাউর রহমানের ছেলে আরমান আলী।

থানা সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে উপজেলার মহল বাড়ি এলাকার রাশেদের ছেলে সাগরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ শান্ত কুমার ও ১৫ ইয়াবা আরমান আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, মাদকের বিরুদ্ধে ছাড় নয়। মাদক কারবারির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ